নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে আফ্রিকান মাগুর ও জাটকা জব্দ করে মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
বুধবার ১৫ মে ২০২৪খ্রিঃ সকালে নাসিরনগর উপজেলা সদরে মৎস্য আড়তে মোবাইল কোর্ট পরিচালনা করে হাওর অধ্যুষিত এলাকায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে ৮০ কেজি আফ্রিকান মাগুর ( রাক্ষসী) ও ১০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত মাছ নাসিরনগর স্থানীয় দাঁতমন্ডল মাদ্রাসায় ও এতিমখানায় বিতরণ করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন, নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরানুল হক ভূইয়া,উপজেলার মৎস্য অফিসার ফাহিমুল আরেফীন ও মৎস্য দপ্তরের কর্মকর্তা, কর্মচারী সহ সূধীজন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া