নাসিরনগন (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
জেলার নাসিরনগর উপজেলায় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে ১৩ টি ইউনিয়নের ১০০ জন অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ- উল- আযহা উপলক্ষে চেক বিতরণ করা হয়েছে।
আজ ১৯ জুলাই সোমবার সকালে উপজেলা প্রশাসন এর উদ্যোগে অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া -১(সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু এর সঞ্চালনায় অনুষ্ঠানে ঈদ-উল-আযহা উপলক্ষে প্রধান অতিথি জনপ্রতি ৫ হাজার টাকা করে ১০০ জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ৫ লক্ষ টাকার চেক প্রদান করেন। চেক বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান