নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়) প্রতিনিধিঃ জেলার নাসিরনগর ইউনিয়ন ও ভিটাডুবী ধীবর সনবায় সমিতি লিঃ এর সদস্যগণ ও এলাকার হাজার হাজার মৎস্যজীবি বিল উত্তর বাল্লা গাংকুল পাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর নামে ৬ বছরের স্কীম বাতিলে স্মারকলিপির পর অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর তদন্ত প্রদান।
স্মারকলিপিতে জানান, নাসিরনগর ইউনিয়ন ও ভিটাডুবী ধীবর সমবায় সমিতির ৮৫৩ জন সদস্য রয়েছে। উক্ত সমিতির মাধ্যমে দুই ইউনিয়নের প্রায় ১০(দশ) হাজার মৎস্যজীবি এবং জেলে সম্প্রদায় তাদের জীবন জীবিকা জন্য একমাত্র বিল উত্তর বাল্লা।সমিতির সভাপতি/ সাধারণ সম্পাদক জানতে পারে এই বিল উত্তরবাল্লা গাংকুলপাড়া মৎস্যজীবি সমিতির নামে স্কীম মাধ্যমে দেয়ার জন্য আবেদন করেছে। গাংকুলপাড়া সমিতির নামে বিল উত্তরবাল্লা দেয়া হলে ২ টি ইউনিয়নের ১০ (দশ) হাজার জেলে ও মৎস্যজীবি সম্প্রদায় অনাহারে মারা যাবে। তাছাড়া আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি হতে পারে।উক্ত সমিতির সভাপতির নামের স্বাক্ষর জালিয়াতিসহ নাসিরনগর ইউনিয়ন ও ভিটাডুবী ধীবর সমিতির একাধিক সদস্যকে গাংকুলপাড়া সমিতির সদস্য অন্তর্ভুক্ত করেছে যা সমবায় আইনে দন্ডনীয় অপরাধ। স্মারকলিপি প্রদানের পর ৮ জুন মঙ্গলবার উপজেলা সম্প্রসারণ প্রশাসনিক ভবন মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব দুই সমিতির সদস্যদের উপস্থিতিতে তদন্ত কার্যক্রম সম্পন্ন করেন। তদন্ত কার্যক্রম পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন, জেলা সমবায় কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা ফারহানা খন্দকার ও থানা অফিসার ইনচার্জ তদন্ত আ স ম আতিকুর রহমান। তদন্ত কার্যক্রমের পর হাজার হাজার জেলে ও মৎস্যজীবি উপস্থিতি দেখে তিনি জানান, এ ব্যাপারে জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া