সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ জেলার নাসিরনগর উপজেলায় ভাসমান বেডে সবজি, মসলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প এর আওতায় “কৃষক প্রশিক্ষণ ” অনুষ্ঠিত হয়।
আজ ৭ জুন সোমবার উপজেলা মুক্তিযোদ্ধা ভবন মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক এর সভাপতিত্বে দিনব্যাপী “কৃষক প্রশিক্ষণ ” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া রবিউল হক মজুমদার, বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশিক্ষণ অফিসার সুশান্ত সাহা, নাসিরনগর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চিন্ময় কর অপু, প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী। দিনব্যাপী ৬০ জন কৃষক, কৃষাণীদের মাঝে ভাসমান বেডে সবজি চাষ ও টমেটো চারার সাথে তিত বেগুনের গ্রাফটিং এর মাধ্যমে উন্নত জাতের বেশি ফলনের লক্ষে প্রশিক্ষণ দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া