নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
জেলার নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
আজ ১১ আগস্ট বুধবার ২০২১ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহম্মদ এর সভাপতিত্বে স্বাধীতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচীর আদলে কর্মসূচী প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন, ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১, সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। উক্ত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক (২) প্রদীপ কুমার রায়,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক (৩) সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, প্রচার সম্পাদক মোঃ লতিফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্য, সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ওয়াদ উল্লাহ, সাধারণ সম্পাদক তপন রায় চৌধুরী, আওয়ামী লীগ নেতা মোঃ হাকিম রাজা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলালীগ নেত্রী রুবিনা আক্তার, যুবলীগের প্রস্তাবিত আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়া, যুবলীগ নেতা দানা মিয়া, মোঃ মহিদুজ্জামান টিটু, জানে আলম সায়েম, মোঃ কাউছার আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নির্মল চন্দ্র চৌধুরী, ছাত্রলীগের আহবায়ক মোঃ নাছির উদ্দীন রানাসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। সভায় জাতীয় কর্মসূচীর সাথে সমন্বয় রেখে জাতীয়, দলীয় পতাকা অর্ধনির্মিত ভাবে উত্তোলন, সকাল ১০ ঘটিকায় সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। তাছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১০ আগস্ট উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান খান শাওন এর সভাপতিত্বে ভার্চুয়ালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৩ টি ইউনিয়নে, কলেজ, বিদ্যালয় ও মাদ্রাসা সহ স্ব-স্ব প্রতিষ্ঠানে জাতীয় কর্মসূচীর মোতাবেক জাতীয় শোক দিবস পালিত হবে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া