নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
জেলার নাসিরনগর উপজেলায় নানা কর্মসূচী মাধ্যমে জাতির শোক দিবস পালিত হয়েছে।
আজ ১৫ আগস্ট রবিবার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনির্মিত ভাবে সকল সরকারি, আধা সরকারিসহ সকল প্রতিষ্ঠান সমূহে উত্তোলন ও সকাল ১০ ঘটিকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন এঁর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া -১ (সাংসদ) সমাজ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহম্মদ, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব মোল্লা। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ চন্দন কুমার পোদ্দার এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ জিতু মিয়া, ভার্চুয়ালী সংযুক্ত হন উপজেলার ১৩ টি ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান, ২৭ টি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও ১২৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যক্তিগণ। সভা শেষে ১২ জন অসচ্ছল সাংস্কৃতি কর্মীদের আর্থিক সহায়তা চেক প্রদান করেন। তাছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স/ এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশ করা হয়। সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও বিশেষ প্রার্থনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com