নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ জেলার নাসিরনগর উপজেলায় অভ্যন্তরীন বোরো ধান, চাল সংগ্রহ অভিযান ২০২১ এর শুভ উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ মে রবিবার সকালে নাসিরনগর খাদ্য গুদামে উপজেলা প্রশাসন, খাদ্য বিভাগ, কৃষি বিভাগের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া -১(সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন।”শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান মিঞার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুছ ছালাম প্রমুখ। তাছাড়াও উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছোয়াব আহমেদ হৃতুল, উপজেলা আওয়ামী, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দসহ প্রান্তিক কৃষক প্রতিনিধিগণ। নাসিরনগর উপজেলায় এ বছর তালিকাভুক্ত ৩৫৮৭ জন প্রান্তিক চাষির মধ্যে লটারীর মাধ্যমে ৫৫৯ জন কৃষকের নিকট থেকে ২৭ টাকা কেজি দরে ২২৭৭ মে.টন ধান ও মিলারদের নিকট থেকে ৪০ টাকা কেজি দরে ৩৩ মে.টন সিদ্ধ চাউল ক্রয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান