ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা প্রেস ক্লাব ও বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের সাথে নবাগত নির্বাহী কর্মকর্তা মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
আজ ১৫ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ভার্চুয়ালে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া -১ (সাংসদ) সমাজ কল্যান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহম্মদ। মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, প্রেস ক্লাবের সদস্য আদেশ চন্দ্র দেব, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আছমত আলী, কোষাধ্যক্ষ আব্দুল মাজিদ, কুমার প্রদীপ, সুচন্দ্র চক্রবর্তী, এস এ ফয়সল, মুর্শেদ, আব্দুল বাতেন প্রমুখ। তাছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্য। ভার্চুয়াল সভায় প্রধান অতিথি সংগ্রাম এম পি সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে নাসিরনগরের উন্নয়নের ধারাকে তরান্বিত করতে এবং সাংবাদিকদেরকে আধুনিকায়ন করার জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি, সভায় নাসিরনগর বাসীকে বাংলা নববর্ষ ও মাহে রমজানের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: মো. শহিদ মিয়া