সুজিত কুমার চক্রবর্তী নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তর এ ন্যাশনাল সার্ভিস কর্মসূচি ৮ম পর্ব এঁর আওতায় শিক্ষিত যুবক, যুবতীদের কর্মসংস্থানের লক্ষে উপকারভোগীদের কর্মে সংযুক্তি পত্র বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ ৩০ আগস্ট সোমবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এঁর উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে ন্যাশনাল সার্ভিসে কর্মে সংযুক্তি পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া -১ সংসদ সদস্য, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান খান শাওন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইব্রাহিম ভূইয়া এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ব্যাংক এশিয়া ম্যানেজার সাইফ আহাম্মদ, সাদ্দাম হোসেন, সানজানা আহমেদ পলি, তানভির হাসান প্রমুখ। মতবিনিময় সভার শেষে উপজেলার ১৩ টি ইউনিয়ন হতে ন্যাশনাল সার্ভিসে উপকারভোগী ৪৩৪ জনের হাতে কর্মে সংযুক্তি পত্র প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, সাংবাদিক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ন্যাশনাল সার্ভিসের উপকারভোগীসহ গন্যমান্য ব্যক্তিগণ।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া