৩১মে সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে নাসিরনগর সরকারি মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের খেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, ব্রাহ্মণবাড়িয়া -১ (সাংসদ)সমাজ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি।
উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুনের সভাপতিত্বে টুনামেন্ট খেলায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ এ টি এম আরিচুল হক,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ চন্দন কুমার পোদ্দার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার।
তাছাড়াও উক্ত টুনামেন্ট খেলায় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, সাংবাদিক, উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ শতাধিক দর্শক খেলা উপভোগ করেন। নাসিরনগর সদর ইউনিয়ন একাদশ ( অনূর্ধ্ব -১৭) বনাম গুনিয়াউক ইউনিয়ন একাদশ (অনূর্ধ্ব -১৭) এর মধ্যে ফাইনাল খেলায় টাই- ব্রেকারে গুনিয়াউক ইউনিয়ন একাদশকে পরাজিত করে নাসিরনগর সদর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ান হয়।
পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পরিচালনা করেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া। ধারাভাষ্যকার ছিলেন ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া। উক্ত টুর্নামেন্টে উপজেলার ১৩টি ইউানিয়নের মোট ১৩টি টিম অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান