নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
আজ ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে নাসিরনগর উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে সকাল ৯.৩০ ঘটিকায় শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন, নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ ও উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান খান (শাওন) বিভিন্ন প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া,সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার,সমাজ সেবা কর্মকর্তা আবুল খায়ের, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্য, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছোয়াব আহমেদ হৃতুল, যুবলীগের আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়া,যুগ্ম আহবায়ক ভানু চন্দ্র দেব,যুবলীগ নেতা, মহিদুজ্জামান টিটু, জানে আলম সায়েম, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নির্মল চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। সকাল ১১ ঘটিকায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান খান শাওন এর সভাপতিত্বে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হন মাননীয় সংসদ সদস্য, ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১ ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। তাছাড়া ও সংযুক্ত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, সাংবাদিকবৃন্দ প্রমুখ। আলোচনা সভার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল এবং বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া