নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ভার্চুয়ালে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
আজ ২৩ আগস্ট সোমবার সকালে ভার্চুয়ালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান খান শাওন, উপজেলা পরিষদ এঁর ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, সদস্য সচিব থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার। বাল্য বিবাহ,মাদক, জুয়া, সরকারি খাস জমি অবৈধ দখল, চুরি, ডাকাতি, জঙ্গি, সন্ত্রাস, গুজব, উস্কানিমূলক কথা প্রতিরোধ সংক্রান্ত বক্তব্য রাখেন, নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ আলমগীর মিয়া, চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ, হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান আতিকুল রহমান আঁখি, প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস, দাঁতমন্ডল এরফানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ইলিয়াস মিয়া, ফান্দাউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মামুন, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছোয়াব আহমেদ হৃতুল, কুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াছ আলী, ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া, গোয়ালনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আজাহারুল ইসলাম, বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ টি এম মোজাম্মেল হক সরকার, গুনিয়াউক ইউ/পি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, চাপরতলা ইউ /পি চেয়ারম্যান পারভেজ আহমেদ, পূর্বভাগ ইউ/ পি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, নাসিরনগর ইউ/পি চেয়ারম্যান আবুল হাসেম, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম প্রমুখ। সভায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যগণ ভার্চুয়ালী যুক্ত হন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com