নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ জেলার নাসিরনগর উপজেলায় কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের কারণে অস্বচ্ছল কর্মহীন সংস্কৃতিকর্মীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত হন, ব্রাহ্মণবাড়িয়া -(সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি।
আজ ১৩ মে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিস কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে সংস্কৃতিকর্মীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে কন্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, চিত্রশিল্পী, দোতারা শিল্পী, নাট্যশিল্পী, বংশীবাদক, সংগীত শিল্পী, ঢুলিসহ
প্রত্যেককে ৫০০০(পাঁচ হাজার) করে ৮ জনকে মোট ৪০০০০(চল্লিশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ. এস. খালেদ