নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দৌহিত্র, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মাননীয় প্রধানমন্ত্রী’র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর শুভ জন্মদিন পালিত হয়েছে।
আজ ২৭ জুলাই ২০২১ মঙ্গলবার বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নির্মল চৌধুরী সভাপতিত্বে ভার্চুয়ালে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া -১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহম্মদ। স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় ভার্চুয়ালে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ জিতু মিয়া, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, প্রচার সম্পাদক মোঃ লতিফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্য, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, ফান্দাউক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, আওয়ামী লীগ নেতা মোঃ হাকিম রাজা, যুবলীগের আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়া, যুবলীগ নেতা মো জানে আলম সায়েম, ছাত্রলীগের আহবায়ক মোঃ নাছির উদ্দীন রানা, স্বেচ্ছাসেবক লীগের নেতা মোঃ মিজানুর রহমান, মোঃ সাহেদ আলী, চিত্ত রঞ্জন দত্ত, শেখ রাসেল স্মৃতি সংসদ এর আহবায়ক মোঃ সাদ্দাম হোসেন প্রমূখ। সভার শেষে দোয়া ও মিলাদ মাহফিলের পর কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিক ও জন্মদিন পালিত হয়েছে। তাছাড়াও অনুষ্ঠানে ভার্চুয়াল সংযুক্ত হন নাসিরনগর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com