নাসিরনগর উপজেলা প্রতিনিধি
জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রাস্তায় কালবার্ডের কাজ উদ্বোধন করা হয়েছে।
আজ ২৮ মে শুক্রবার সকালে গোয়ালনগর ইউনিয়নের রামপুর থেকে গোয়ালনগর রাস্তায় চলাচলের জন্য নোয়াগাঁও গ্রামের রাস্তার উপর রাজস্ব খাত থেকে ২ লক্ষ টাকা ব্যয়ে কালবার্ড নির্মাণের কাজের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নোয়াগাঁও গ্রামে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ মোঃ কিরণ মিয়া এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, আওয়ামীলীগ নেতা কাজল জ্যোতি দত্ত, শ্রীবাস দাশ, মোঃ জারু মিয়া। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম সহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাচুনী দাস, সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ রাজু মাষ্টার, মোঃ আব্দুল সহিদ, মোঃ আব্দুর নূরসহ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও এলাকার সর্বস্তরের জনসাধারণ। উদ্বোধনী অনুষ্ঠানের পর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সভার শেষে অতিথিগণ অসুস্থ প্রবীণ আওয়ামীলীগ নেতা যতিন্দ্র দাসকে দেখতে যায় এবং সকল নেতৃবৃন্দের খোজখবর নেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া