নিজেস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁও থেকে মোস্তফা কামাল (৩২) যুবক ৩দিন ধরে নিখোঁজ। মোস্তফা কামালের নিখোঁজের ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
উল্লেখ্য, ৮ই জুন ২০২৪ খ্রিস্টাব্দ প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় বাসা থেকে বের হয় মোস্তফা কামাল কিন্তু সন্ধ্যা অতিবাহিত রাত হয়ে যায় সে বাসায় ফিরছেন দেখে তার পরিবার মোস্তফার ব্যবহারিত তাৎক্ষণিক কল দিলে ফোন টি বন্ধ দেখায় ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জনান, সন্ধ্যার দিকে মোস্তফাকে রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী প্রতিক হাউজিংয়ের রাস্তায় দেখা গেছে। এবং অপরদিকে মোস্তফা বাসায় বলেছে সে গুলিস্তান যাবে ফোন ঠিক করতে। মোস্তফার পরিবার তার খুঁজ না পেয়ে অবশেষে রাজধানীর খিলগাঁও থানায় একটি সাধারণ ডাইরি করে, জিডি নং:৫৯৮।
হারানো সময় মোস্তফা কামালের গায়ে ছিল একটা সাদা টাইপ জার্সি আর কালো ট্রাউজার। যদি কোন সহৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে উপরিউক্ত নাম্বারব 01915705798 অথবা 01930481379 অথবা 01963589742 কিংবা রাজধানীর খিলগাঁও থানায় যোগাযোগ করার জন্য আহব্বান করা যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান