নিজেস্ব প্রতিবেদন
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাধীন পূর্ব পাগলা ইউনিয়নের রনসী গ্রামের বীর মুক্তিযুদ্ধা তালেব আলী আর নেই। ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাহি রাজিউন।
পারিবারিক সূত্র জানা যায়, তালেব আলী দীর্ঘ দিন যাবৎ হৃদরোগ সহ নানান রোগে ভুগছিলেন।
২৮ জুন সোমবার সকালে সিলেট এম.এ.জি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মত্যুবরণ করেন।
তাঁর মত্যুতে গভীর শোক প্রকাশ করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আনোয়ার উজ জামান, দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ ও ভাইস চেয়ারম্যান নুর হোসেন।
তাহার জানাযায় অংশ গ্রহণ করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন শরীফী, বীর মুক্তিযাদ্ধা আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মমসর আলী, বাখর আলী, তারিফ আলী, সুনুর আলী, এবং বিভিন্ন রাজনীতিবিদ।
এবং পরিশেষে আজ বিকালে তাকে রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া