বিশেষ প্রতিনিধি দ.সুনামগঞ্জ
প্রচণ্ড গরমে উত্তাপ্ত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সকল শ্রেণীর মানুষ। আবহাওয়া বার্তা থেকে জানা যায় যে 34°সেলসিয়াস এ বিপর্যস্ত দিনমজুরেরা। কাঠফাটা এই রোদে রিকশাচালক, ভ্যান চালক, কৃষক, এবং দিনমজুরের পেটের দ্বায়ে নেমে যায় তাদের নিজ নিজ কর্মে। অগ্নিঝরা রোদে মানুষ অতিষ্ঠ হয়ে লেবুর শরবত, ঠান্ডা পানীয় খেয়ে তৃষ্ণা মিটাতে দেখা যায় অনেককে। শহরে যা দাবদাহ গ্রামে তা খরা হয়ে দেশবাসীর কষ্ট বাড়াচ্ছে। তবে আবহাওয়া অধিদপ্তর তথ্য বলেছে এবছরের গ্রীস্মের শুরুটাই ছিল শুষ্ক। এপ্রিলে স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও গত ২৪ দিনে স্বাভাবিকের তুলনায় অর্ধেক ও বৃষ্টি হয়নি। দিনের তাপমাত্রা বেড়ে যাওয়ায় দক্ষিণ সুনামগঞ্জে বিদ্যুতের লোডশেডিংয়ের পরিমাণ ও বেড়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com