সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নাসিরনগর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
সোমবার ২২ মে ২০২৩খ্রিঃ বিকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গত ১৯ মে এক জনসভায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ জিতু মিয়া সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল যুক্ত হন, ব্রাহ্মণবাড়িয়া-১(সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন এঁর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক অরুণ ভট্টাচার্য, স্বাস্থ্য ও শ্রম বিষয়ক সম্পাদক বশির আল হেলাল, যুবলীগের আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়া, যুগ্ম আহবায়ক ভানু চন্দ্র দেব, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, মহিলা আওয়ামী লীগের আহবায়ক রুবিনা আক্তার, যুগ্ম আহবায়ক শাহানা আক্তার, ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি তমাল মিয়া, সাধারণ সম্পাদক আবির ইসলাম বাপ্পি, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের আহবায়ক মোঃ সাদ্দাম হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশে হুমকিদাতা আবু সাঈদ চাঁদকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তির দাবী জানান।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া