মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন-শহিদুল ইসলাম রেদুয়ান,হাওড় বার্তা

হাওড় বার্তা স্পোর্টস ডেস্কঃ
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২৬ মে, ২০২১
  • ১১৬৩ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

এক ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন হাওড় বার্তা পত্রিকা’র বার্তা সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান।
আজ এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন বার্তায় শহিদুল ইসলাম রেদুয়ান বলেন, ‘অসাধারণ নৈপুণ্যে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাফল্যের নতুন পালক যুক্ত করলো। শুধু তাই নয়, এই জয়ের মাধ্যমে আমরা অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ইংল্যান্ডকে টপকে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে শীর্ষস্থান অর্জন করেছি।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আগামী দিনেও বাংলাদেশ ক্রিকেট দলের এই অসাধারণ নৈপুণ্য অব্যাহত থাকবে। বাংলাদেশই আগামী দিনের ক্রিকেট বিশ্বকে নেতৃত্ব দিবে।’

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656