ঢাকা জেলা প্রতিনিধি।
এ যেন এক অন্যরকম আয়োজন। লাভ ছাড়া জিনিস বিক্রি, এটি কি কখনো ভাবা যায়। হ্যা এরকমই এক ভিন্ন রকম কাজ করে আসছে ইয়থ ফর বাংলাদেশ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে রমজান মাসে যাতে নিম্ন আয়ের মানুষ গুলো তাদের নিত্য দিনের পণ্য সামগ্রী হাতের নাগালে পায় এবং বাজারের মূল্য থেকে কম দামে সহজেই কিনতে পারে।
এ ব্যপারে এই কাজের উদ্যোক্তাদের সাথে কথা বললে তারা জানান।
রমজান মাসে মধ্য প্রাচ্যের বহু দেশে দেখা যায় নরমাল সময়ের চেয়ে বাজারের জিনিসপত্রের দাম কমিয়ে রাখা হয়।কিন্তু আমাদের দেশের একটি মহল ঠিক এই রমজান মাসেই জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন। এতে করে নিম্নআয়ের মানুষজন কিংবা মধ্যবিত্ত পরিবার সংকটে পড়ে যান। তাই আমাদের এই ভিন্নধর্মী আয়োজন। আমরা হয়ত সকল ক্রেতার কাছে পৌছাতে পারবো না কিন্তু কিছু বিক্রেতাদের বিবেকে একটু হলেও নাড়া দিতে পারবো ইনশাআল্লাহ।
আমরা আজ যেসব স্থানে বাজার নিয়ে থাকবো:
★ খামারবাড়ী মোড়, সকাল ১১.৩০- দুপুর ১.০০
★ মিরপুর ২ (স্টেডিয়ামের বিপরীত পাশে), দুপুর ২.৩০- বিকাল ৪ টা
★ শান্তিনগর(বেইলী রোডের বিপরীতে), বিকাল ৪.৩০- সন্ধ্যা ৬.০০
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com