জামেয়া কাসিমুল উলূম দরগাহে হযরত শাহজালাল (রা:) সিলেট এর মুহতামিম মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি গত (১৭ মে, ২০২৩) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। এক বিবৃতিতে তিনি বলেন, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি সিলেটের একজন বিশিষ্ট আলিম ও সর্বস্তরে গ্রহণযোগ্য ইসলামী ব্যক্তিত্ব ছিলেন। তিনি দলমত নির্বিশেষে সকলের সাথে সম্পর্ক রাখতেন। দ্বীনের স্বার্থে সর্বদলীয় বহু আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর ইন্তেকালে দেশ একজন শীর্ষ আলিমে দ্বীনকে হারালো।
বিবৃতিতে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: মো. শহিদ মিয়া