মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন

বিশ্বনাথে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান

মোঃ আবুল কাশেম
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৭৮৯ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

করোনা ভাইরাস নিয়ন্ত্রনে সরকার ঘোষিত লগডাউনে দোকান বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া সিলেটের বিশ্বনাথ উপজেলার পুরাণ বাজারের ২ শতাধিক ক্ষুদ্র-অসহায়-গরীব ব্যবসায়ীদের মধ্যে প্রধামন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে পৌর শহরের আল-হেরা শপিং সিটির নীচতলায় বিশ্বনাথ পুরাণ বাজারের ২শতাধিক ব্যবসায়ীর প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ।

সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আমির আলী চেয়ারম্যানের পরিচালনায় খাদ্য সহায়তা বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, যুক্তরাজ্য ডরসেট আওয়ামী লীগের সভাপতি এআর চেরাগ আলী, আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ, সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খানের এপিএস অসিত রঞ্জন দেব, বিশ্বনাথ পুরাণ বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, সাবেক কমিশনার দিলবর হোসেন, সুয়েব আহমদ, যুবলীগ নেতা সাইদুল ইসলাম প্রমূখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656