বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন

বিশ্বনাথে ফ্রি অক্সিজেন উদ্বোধন করলেন, থানার ওসি-হাওড় বার্তা

মোঃ আবুল কাশেম
  • সংবাদ প্রকাশ বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৫৮১ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

ফ্রি অক্সিজেন সাপোর্ট বিশ্বনাথ এর উদ্দোগে বৈশ্বিক মহামারী করোনাকালে কোভিড-19 পজেটিভ রোগিদের শ্বাসকষ্ট লাঘবে প্রবাসী আব্দুল গফফার, রিপন মিয়া, বুশরা টেলিকম, ফখরুল ইসলাম এর অর্থায়নে বিশ্বনাথ বাসীর জন্য ‘ফ্রী অক্সিজেন সাপোর্ট শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৮ জুলাই) বিকেলে মানবসেবা ফাউন্ডেশন এর কার্যালয়ে ফ্রী অক্সিজেন সাপোর্ট বিশ্বনাথ উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী আতাউর রহমান। বক্তব্যে তিনি বলেন, বিশ্বনাথ বাসীর করোনা মহামারীকালে অক্সিজেন সংকট নিরসনে ৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে ‘ফ্রী অক্সিজেন সাপোর্ট বিশ্বনাথে’ যারা শুরু করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ।

সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা ও বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান এর সভাপতিত্বে সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার সদস্য সচিব আব্দুল বাতিন এর পরিচালনায়।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সাংবাদিক আব্দুল আহাদ, বিশ্বনাথ থানার এস আই অরুপ সাগর গুপ্ত।

আরো বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী রিপন মিয়া, আইডিয়াল সমাজ কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক শিপন মিয়া, মানবসেবা ফাউন্ডেশন এর সভাপতি আব্দুন নূর, মানবতার ঘরের উদ্দোক্তা ইকবাল হোসেন, মানবসেবা পাঠশালার আহবায়ক আমিনুল ইসলাম।

বক্তারা জনহিতৈশী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, করোনাকালে আমাদের পাশে ‘ফ্রী অক্সিজেন সাপোর্ট বিশ্বনাথ’ যারা দিয়েছেন আমাদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। ভবিষ্যতে অক্সিজেন এর পরিধি আরো বাড়ানো হবে।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মানবসেবা পাঠশালা কোষাধ্যক্ষ শেখ ইয়াছিন আহমেদ, বন্ধু ছায়া সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির, মইন উদ্দিন, কামরুল ইসলাম সাব্বির, অলিউর রহমান সাজন, সায়েস্তা মিয়া,আবুল হাসান, রেদোয়ান আহমেদ প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2018-2024 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281