মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

বিশ্বনাথে বিধিনিষেধ না মানায় ১১ জনকে জরিমানা-হাওড় বার্তা 

মোঃ আবুল কাশেম
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৭৫৫ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি 

কঠোর লকডাউনের ৬ষ্ট দিনে স্বাস্থ্যবিধি না মানায় বিশ্বনাথে ১১জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায়অভিযানকালে বিধিনিষেধ না মানায় ওইসব ব্যক্তিদের বিভিন্ন হারে অর্থদন্ডদেয়া হয়।
এসময় তাদের কাছ থেকে বিভিন্ন হারে জরিমানার ৪ হাজার ৫শত টাকাআদায় করা হয়।অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনচন্দ্র দাস উপজেলার পীরেরবাজারে ১জন ও লামাকাজি এলাকায় ২জনকে ৩মামলায়১হাজার ২শত টাকা অর্থদন্ড দেন। পৃথক ভাবে উপজেলা সহকারি কমিশনার (ভূমি)মো. কামরুজ্জামান সদর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ৩জনকে৩মামলায় ১হাজার ২শত টাকা জরিমানা করেন।
অপরদিকে, উপজেলার রামপাশা ও বৈরাগীবাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস ৫ জনের কাছ থেকে পৃথক ৫টি মামলায় ২ হাজার ১শ টাকা জরিমানা আদায় করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656