বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে সরকারি রাস্তার ওপর বাড়ির গেইট নিমার্ণের অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ এনে যুক্তরাজ্য প্রবাসী উপজেলার সদুরগাঁও গ্রামের মো.এম আলী গত মঙ্গলবার ( ১৭ আগষ্ট) উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বরাবর প্রবাস থেকে অভিযোগ করেছেন।
প্রবাসী অভিযোগে উল্লেখ করেন, বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সদুরগাঁও গ্রামের ভিতরের রাস্তা সরকারি অর্থায়নে আরসিসি ঢালাই করা হয়। উক্ত রাস্তার সম্মুখোভাগে (কালিগঞ্জ বাজার হতে মনাইকান্দি রাস্তার সংযোগ রাস্তা) প্রভাবশালী আব্দুর রহিম সদুরগাঁও গ্রামের কাউকে তোয়াক্কা না করে নিজ নামে গেইট নিমার্ণ করছেন।
এব্যাপারে অভিযুক্ত আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগের চেষ্ঠা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।
এব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার সুমন চন্দ্র দাসের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: মো. শহিদ মিয়া