সুনামগঞ্জে করোনা পরিস্থিতিতে অস্বচ্ছল ও কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলার প্রশাসনের ব্যবস্থাপনায় অস্বচ্ছল ও কর্মহীনদের মাঝে চাল,ডাল,তেল,আলুসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন,জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
খাদ্য সামগ্রী বিতরণ সময় জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি বলেন, কর্মহীন মানুষ যেন অভুক্ত না থাকে তার জন্য প্রধানমন্ত্রীর উপহার দরিদ্রদের মধ্যে বিতরণ করা হচ্ছে। কোনো হতদরিদ্র পরিবার যেন খদ্য সামগ্রী থেকে বঞ্চিত না হয় সে জন্য প্রশাসন সজাগ রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বম্ভরপুর উপজেলার ভুমি কর্মকতা সজল মোল্লা,ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন,প্রকল্প কর্মকতা সফিকুল ইসলাম,জাপা সদস্য সচিক মো.আব্দুল কাদির,দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.এরশাদ আহমদ,জাপা নেতা চান মিয়া,হিফজুর,স্বপন পাল,আওমীগ নেতা হোমায়ুন কবির পাপন,কালি কুমাার,রফিককুল ইসলাম তাং,খেলিম শেখ,শাহজাহান,সালেহ্,জাপা নেতা বুলবুল মেম্বার,সামাদ মেম্বার,সুহেল মেম্বার,মনির মেম্বার,তারা মিয়া মেম্বার,ডা:মোর্শেদ,হোসাইন,মহিবুর প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান