বড়োই মুশকিল
শাহরিয়ার আহমদ আকিক
___________________
জীবনের প্রতি টি মুহূর্তে
আবিষ্কিত হয়ে যায়।
নতুন এক গল্প প্রত্যায়,
অনাকাঙ্খিত এক অধ্যায়।
কারোই জীবন ক্ষনিকের জন্য,
হয়ে যায় রঙিন।
কারোই জীবন দেখো আবার,
নিমিষে হয়ে যায় মলিন।
কেহু তুবা অনাগত স্বপ্ন নিয়ে,
ভবিষ্যতের চিন্তা-ভাবনায় মশগুল।
কেহু তুবা নিত্য ভোগে ইচ্ছে কিংবা অনিচ্ছে,
হয়ে যায় উচ্ছ্বসিত ব্যাকুল।
এমন কঠিন মুহূর্তে নীতির গন্ডি পেরিয়ে,
সাদা কালো নির্ণয় করা যে বড় মুশকিল!
কাকে ধরিবো মনে ভজিবো-
বুঝিবো কেমনে আসল নকল?
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com