মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:১১ অপরাহ্ন

মহেশখালীতে পাহাড় ধ্বসে ১ কন্যা শিশুর মৃত্যু- হাওড় বার্তা

নুরুল বশর
  • সংবাদ প্রকাশ : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৯১০ বার পড়া হয়েছে

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউপিস্থ ৭ নং ওয়ার্ড় পূর্ব অফিস পাড়া গ্রামে পাহাড় ধ্বসে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

৬ জুন (রবিবার) সন্ধা ৬টার সময় এই ঘটনাটি ঘটে। স্বাধীন বাংলা ৭১ এর প্রতিনিধি ঘটনা স্থাল পরিদর্শন করে
জানা যায়, কন্যা শিশুটি কালারমারছড়া ইউনিয়নের পূর্ব অফিস পাড়া গ্রামের মোঃ শাহ জাহানের মেয়ে জাইয়েন সুলতানা সুমাইয়া। তার বয়স সাড়ে ৩ বছর, ১ ভাই ও ১ বোনের মধ্যে সুমাইয়া ২য়।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মত সুমাইয়া আসরের পরে উঠানে খেলছিল, খেলতে খেলতে সবার অগোচরে পাহাড়ের পাশে চলে যায়, সন্ধা হয়ে যাওয়ার পরেও যখন ঘরে ফিরছেনা; তখন তার মা তাকে খোঁজতে বের হয়, বাড়ির ৫০গজ দূরে দেখা যায় পাহাড়ের এক পাশ ধ্বসে গেছে। খোঁজে না পেয়ে সবার মনে যখন সন্দেহ জাগে, তখন সন্দেহজনক স্থানে ১ঘন্টা মাটি খুঁড়ে পরে মৃত্যু অবস্থায় শিশু সুমাইয়াকে পাওয়া যায়।

এ বিষয়ে কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ শোক প্রকাশ করে বলেন, সকাল থেকে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে পরিষদের পক্ষ থেকে জনসচেতনতা মূলক মাইকিং প্রচারনা করা হয়েছে। তিনি পাহাড়ে বসবাসরত সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

এই কন্যা শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656