খোদা তোমারই করুনার দান
হয়েছ আমার প্রতি মেহেরবান;
দিয়েছ মা-বাবার চরনে স্হান
খোদা তোমারই করুনার দান।
ভোগ-বিলাস ত্যাগ করে
শত যন্ত্রনা সহ্য করে
সন্তানের তরে-
অসুখ-বিসুখ হলে
সেবা শশ্রুষা করে
রাত-দিন কাটিয়ে দেন
সন্তানের তরে।
কষ্ট পেলে কোন কারনে
মাতা-পিতা কষ্ট পায়-
তার দিগুণ হিয়াতে;
সন্তানের কষ্ট দেখিলে
মাতা-পিতা সহিতে নাহি পারে,
ফরিয়াদ করে তোমার কাছে
কষ্ট দিওনা মোর সন্তানেরে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com