এইচটি তোফাজ্জল(ময়মনসিংহ?)
ময়মনসিংহের গৌরীপুরে সন্ত্রাসীদের হাতে নিহত আব্দুল ওয়াহাবের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় পালুহাটী বাজারে শুক্রবার (২০ মে) বিকেলে স্মরণসভা, দোয়া মাহফিল ও অনুষ্ঠিত হয়েছে। এ স্মরণসভার আয়োজন করেন স্থানীয় এলাকবাসী।
এ উপলক্ষে আয়োজিত স্মরণানুষ্ঠানে গৌরীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি মেম্বার আবুল হাসেম।
স্মরণ সভায় বক্তব্য রাখেন,সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আলী আহম্মদ খান সেলভী,নান্দাইল সরকারি কলেজের প্রভাষক মোঃ মনিক,স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া সহ পরিবারের ব্যক্তিবর্গ।
এ উপলক্ষে আয়োজিত দোয়া পরিচালনা করেন পালুহাটি বাজার জামে মসজিদের ইমাম সাইদুল হক।
গত ১ মে ২০২০ইং পালুহাটি গ্রামে দু’পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় ২১ মে তার মৃত্যু হয়।।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া