ঢাকা জেলা প্রতিনিধি
রমনা এবং সোহরাওয়ার্দী উদ্যানকে ঢাকার ফুসফুস বলা হয়। কেননা এই দুটো স্থানেই সব থেকে বেশি গাছ। অথচ সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কেটে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে।
এখনও প্রায় অর্ধশত গাছে লাল চিহ্ন দিয়ে রাখা হয়েছে, সেগুলোও কাটা হবে৷ তবে আর একটি গাছও আমরা কাটতে দিব না। গাছ ও পরিবেশ রক্ষায় আমাদের আন্দোলন চলবে৷
আমাদের দাবি, উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করা বন্ধ করতে হবে। গাছ কাটা বন্ধ করে, গাছ রক্ষা করতে হবে।
একদিকে বৈশ্বিক উষ্ণায়ন বেড়ে চলছে, বাংলাদেশও দিন দিন উষ্ণায়ন বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে বাংলাদেশ। পরিবেশের বিরূপ আবহাওয়ার কারণে ইতোমধ্যে দেশের জনগণ ভূগছে। অন্যদিকে দিনরাত বিভিন্নভাবে পরিবেশের ক্ষতি করা হচ্ছে। সেসকল কর্মযজ্ঞ বন্ধ করতে হবে। পরিবেশ রক্ষা করতে হবে৷
এই সেচ্ছাসেবকরা বলেন তাদের এই দাবি অবিলম্বে মানতে হবে।অন্যথায় তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া