রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন

রাজধানীর বড় মগবাজারে একটি দোকানে বিস্ফোরণ। হাওড় বার্তা 

মনিরুজ্জামান মনির
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৮৭০ বার পড়া হয়েছে

ঢাকা জেলা প্রতিনিধি 

রাজধানীর বড় মগবাজারে একটি দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু এবং শত মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিস্ফোরণস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট রয়েছে। তবে কোথা থেকে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনো নিশ্চিত করতে না পারলেও ধারনা করা হচ্ছে ভবনের নিচের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে হয়েছে এমন বিস্ফোরণের বলছে ফায়ার সার্ভিস।
গতকাল রোববার রাত ৮ টায় মগবাজার ওয়্যারলেস এলাকায় এ ঘটনা ঘটে।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের অপারেটর মো. ফরহাদ জানান, ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আহতদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও মগবাজারে আশেপাশে কিছু হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656