চাইথোয়াই মং,
রাঙামাটি প্রতিনিধি:-
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় আরোও ৫ জনের করোনা পজেটিভ এসেছে বলে জানিয়েছেন রাজস্থলী স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাযায়। বৃহস্পতিবার বিকেলে রাঙ্গামাটি পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে ৫ জনের দেহে করোনা ভাইরাস এর অস্তিত্ব ধরা পড়ে। আক্রান্তরা উপজেলা বড় কুইক্যাছড়ি ১ জন চাইংখ্যং ৩ জন, তুলাছড়ি পাড়ার ১ জন বাসিন্দা বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়। গত কয়েকদিন এর ব্যবধানে রাজস্থলীতে দ্রুত বৃদ্ধি পাচ্ছে করোনা রোগীর সংখ্যা। ফলে জনগণকে সচেতন করতে প্রতিদিন উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনী ও পুলিশ বাহিনী মাঠে কাজ করছে।এ দিকে অারো ৫ জনের নমুনা সংগ্রহ করে রাঙামাটি পিসিঅার ল্যাবে পাঠানো হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা জানান। একদিকে পাহাড়ের গ্রামের লোকেরা করোনা রোগের উপর তেমন সচেতন নেই, নিয়মিত মাক্স পরিধান করতে দেখা যায় না।করোনা রোগের উপর গ্রামে গ্রামে ও মহল্লা তে লিফলেট পোস্টার প্রচার মাধ্যমে সচেতন বাড়াতে হবে। এতে অত্র উপজেলাতেও লাফিয়ে করোনা রোগী বাড়তে দেখা যায়। নিজে মাস্ক পড়ুন অন্যকে …
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: মো. শহিদ মিয়া