চট্টগ্রাম ব্যুরো প্রধান
শত শত মুসল্লিদের উপস্থিতিতে চির বিদায় নিয়ে মা-বাবার কবরের পাশে শায়িত হয়েছেন মহেশখালীর প্রবীণ সাংবাদিক হাফেজ মাওলানা শফিক উল্লাহ খাঁন।
আজ ২২ জুন (মঙ্গলবার) সকাল সাড়ে ৯ টায় মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা রাহাতজান পাড়া জামে মসজিদের মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, গতকাল ২১ জুন দুপুর সাড়ে ১২ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন, মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা রাহাতজান পাড়ার আলেমে দ্বীন মরহুম মাওলানা মকবুল আহাম্মদ এর সুযোগ্য সন্তান ও বাংলাদেশ গণ আজাদী লীগ কেন্দ্রীয় কমিটির মহাসচিব আইপি টিভি ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও জনতার টেলিভিশন এর এমডি আতা উল্লাহ খাঁন এর বড় ভাই সাংবাদিক হাফেজ মাওলানা শফিক উল্লাহ খাঁন। শত শত মুসল্লিদের উপস্থিতিতে সাংবাদিক হাফেজ মাওলানা শফিক উল্লাহ খাঁন এর নামাজে জানাযায় ইমামতি করেন, তাঁর সু্যোগ্য সন্তান হাফেজ আশরাফ উল্লাহ খাঁন।
জানাযার নামাজের পূর্বে সাংবাদিক হাফেজ মাওলানা শফিক উল্লাহ খাঁন এর ছোট ভাই বিশিষ্ট ব্যাংকার বোরহান উদ্দিন খাঁন এর সঞ্চালনায় স্মৃতি চারণ ও সংক্ষিপ্ত আলোচনা করেন- সাংবাদিক হাফেজ মাওলানা শফিক উল্লাহ খাঁন এর ছোট ভাই, বাংলাদেশ গণ আজাদী লীগ কেন্দ্রীয় কমিটির মহাসচিব, আইপি টিভি ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও জনতার টেলিভিশন এর এমডি আতা উল্লাহ খাঁন, মহেশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন, প্রবীণ সাংবাদিক ফরিদুল আলম শাহীন, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক এনামুল করিম, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আমিনুল ইসলাম, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক মেহেদীর ভারপ্রাপ্ত সম্পাদক স ম ইকবাল বাহার চৌধুরী, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, সাংবাদিক হাফেজ মাওঃ শফিক উল্লাহ খাঁন এর বড় ভাই অবসর প্রাপ্ত শিক্ষক মাষ্টার নাছির উল্লাহ খাঁন, সাংবাদিক হাফেজ মাওঃ শফিক উল্লাহ খাঁন এর সুযোগ্য সন্তান ও রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তৌফিক উল্লাহ খাঁন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদু ছামাদ, সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম রায়হান, ফরিদুল ইসলাম চৌধুরী, প্রবীণ সাংবাদিক ফরিদুল আলম দেওয়ান ও আবদুচ্ছালাম কাকলী, সিনিয়র সাংবাদিক আমিনুল হক, মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ হোবাইব সজিব, সাংবাদিক জয়নাল আবেদীন, মহেশখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর এম ছালামত উল্লাহ, সাংবাদিক যথাক্রমে- সাহাব উদ্দিন, এম বশির উল্লাহ, মকছুদুর রহমান, আবদুর রশিদ, কায়সার হামিদ, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও মহেশখালী অনলাইন প্রেসক্লাবের প্রচার সম্পাদক মিছবাহ উদ্দীন আরজু, এম এনামুল হক, সালমান এম রহমান ও ফারুক আজম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান