শহিদুল ইসলাম রেদুয়ান: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন জাকির তার নিজ এলাকার জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
শনিবার সন্ধ্যায় বিকালে উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ভাইস চেয়ারম্যান পদে মোশাররফ হোসেন জাকিরকে জমালাবাজ গ্রামের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে একক প্রর্থী হিসাবে ঘোষণা করা হয়। এবং দলমত নির্বিশেষ, শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে জামলাবাজ গ্রামের পক্ষ থেকে মোশাররফ হোসেন জাকিরের জন্য দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন স্থানীয়রা।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোশাররফ হোসেন জাকির ‘দৈনিক হাওড় বার্তা কে জানান, জনগণের সেবা করার লক্ষ্যে আমি নির্বাচনে অংশ গ্রহণ করতে চাই, ইনশাআল্লাহ আমি সব সময় সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করার জন্য সচেষ্ট থাকব। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বিজয় অর্জন করতে পারি।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া