সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা আস্তমা গ্রামের হাফিজ আব্দুল মতিন কে একটি বাসস্থানের ব্যবস্থা করে দেয়া হয়। মুহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন বাংলাদেশ’র পক্ষথেকে।ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী শায়খ হাম্মাদ আহমদ।
রবিবার ২১মে ২০২৩খ্রিঃ বিকেলে শুভ উদ্বোধন করেন শায়খ ইব্রাহিম আলী কাসেমী আমেরিকা প্রবাসী, উপদেষ্টা মুহাদ্দিসে গাজিনগরী ফাউন্ডেশন আমেরিকা।
এসময় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস হযরত মাওলানা সাইদুজ্জামান আল-হায়দার।
বিশেষ অতিথি ছিলেন মাও.সালিক আহমদ,মাও.ওয়ারিস উদ্দিন,হা.মাও.ইমদাদুর রহমান চৌধুরী যুব জমিয়ত নেতা, সৈয়দ বাধন হুদা,মাও.ফারুক আহমদ প্রমুখ।
মুহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম.আর সজিব বলেন উক্ত ফাউন্ডেশনের মাধ্যনে শায়খ হাম্মাদ আহমদ এর অর্থায়ানে সুনামগঞ্জ জেলায় এরকম অনেক দুঃখিদের মাঝে নগদ অর্থ, বই খাতা কলম এবংবেদাতুল হেদায়া নামে একটি প্রতিষ্ঠান আছে। উক্ত প্রতিষ্ঠানে হাজারো বেকার যুবক নামাজের মাস আলাসহ সহি শুদ্ধ ভাবে কুরআন শিক্ষার কার্যক্রম চালো আছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া