ঢাকা জেলা প্রতিনিধি
হাওড় বার্তা ডেস্ক:::দুই মাস আগেই ঢাকার এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণ ও খুন চেষ্টার অভিযোগ এনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন পরীমনি। কিন্তুু দুই মাস না যেতেই ফের সংবাদ শিরোনামে আসলেন পরীমনি। বুধবার নাটকীয়ভাবে বাংলাদেশের এই অভিনেত্রীকে আটক করে ব়্যাব (ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান)। বেলা সাড়ে তিনটের দিকে র্যাবের একটি দল পরীমনির বনানীর (ঢাকা) বাসার বাইরে অবস্থান নেয়। এরপর ফেসবুক লাইভে এসে অভিনেত্রী অভিযোগ করেন ‘বিভিন্ন পোশাকে’ কিছু লোক এসে তাঁকে তুলে নিয়ে যেতে চাইছে। ফেসবুকে তাঁকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলতেও দেখা যায়, সেখানে অভিনেত্রীকে তাঁরা বারবার জানান তাঁরা ব়্যাবের লেক সবরকম অনুমতিসহ এখানে অভিযান চালাতে এসেছে। কিন্তু প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে ফেসবুকে নিজের অসহায়তার কথা জানান অভিনেত্রী, অবশেষে বাধ্য হয়েই দরজা খোলেন।এদিন সন্ধ্যা পৌনে ৭ টা নাগাদ সংবাদমাধ্যমকে পরীমনিকে আটক করবার সত্যতা নিশ্চিত করেছেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ। এবং রাতে র্যাবের জিম্মায় রেখে আগামীকাল ৫ আগষ্ট কোর্টে হাজির কারা হবে বলে জানা যায়।এসময় অভিনেত্রীর বাড়ি থেকে প্রচুর পরিমাণে মদ-মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান পরিচালনা করা হয়েছে’, জানিয়েছে ব়্যাব। কিন্তু কী অভিযোগ রয়েছে নায়িকার বিরুদ্ধে তা স্পষ্ট নয়। উল্লেখ্য, মাস কয়েক ধরেই সংবাদ শিরোনামে পরীমনি। গত জুন মাসে ঢাকার সাভারের বোটক্লাবে তাঁকে ধর্ষণ ও খুনের চেষ্টা করেছেন নাসির উদ্দিন নামে এক ব্যবসায়ী, এমন অভিযোগ এনেছিলেন অভিনেত্রী। ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছিল পুলিশ, পরে তাঁরা জামিনে মুক্তি পায়। এর মধ্যেই অন্য এক ক্লাব কর্তৃপক্ষ পরীমনির বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ করেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com