সত্যের জয়
–মুফতি আল আমিন ইসলাম সরকার যুক্তিবাদী
________________________________________
সত্যের জয়
মিথ্যার পরাজয়
ঘটেছে -ঘটবে
চিরকাল –
মিথ্যার পরিণতি হবে
নাজেহাল।
ইতিহাস আর গ্রন্থের
পাতায় পাতায়
প্রমাণ রয়েছে যে তার।
মুক্তি পাবে, শান্তি পাবে
সত্যের পথে যারা রবে।
নবী-রাসুলগনে
মিথ্যা আর পাপাচার
বিনাশিতে
যুদ্ধ যে করেছে ক্ষণে ক্ষণে।
মিথ্যাকে বিনাশিতে
সত্যকে জাগাতে
জীবন দিয়েছেন
সত্যের তরে।
সত্যের নিশান উড়েছে ভূবনে,
মিথ্যা আর পাপাচার যত
পদ ধুলিত তব।
সত্যের জয়,
মিথ্যার পরাজয়,
ঘটেছে -ঘটবে
চিরকাল।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ ও হাকিম আফতাব উদ্দিন
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com