বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শান্তিগঞ্জ যুব ফোরামের কমিটি গঠন: আহব্বায়ক সজিব, যুগ্ম আহব্বায়ক রেদুয়ান ও খাদিজা। ইসির নির্দেশে বদলি সুনামগঞ্জের ডিসি, প্রত্যাহার ময়মনসিংহের ডিসিবাঙ্গালহালিয়াতে বর্ণাঢ্য আয়োজনে শান্তি চুক্তি ২৬ বছর পূর্তি উদযাপন করছেন সেনাবাহিনীগৌরারং ইউনিয়নের অমৃতশ্রী জামে মসজিদের নির্মাণ কাজ অর্থের অভাবে বন্ধ রয়েছেমদিনায় নিরাপদ সড়ক চাই এর ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসুনামগঞ্জ কমিউনিটি প্যারামেডিক যুব কল্যান সংগঠন” এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিতমোটর বাইক সড়ক দূর্ঘটনায় রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী গুরুত আহতআলোকিত সুর কার্যালয়ে প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী দা.বা.সংবর্ধিত।বাংলাদেশ বুলেটিন পত্রিকার ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনআগামী দু”দিনব্যাপী ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচী সফল করতে সুনামগঞ্জ জেলা বিএনপি ও ছাত্রদলের মশাল মিছিল

সন্তানের প্রতি মাতা-পিতার কর্তব্য

নিজেস্ব প্রতিবেদন
  • সংবাদ প্রকাশ রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৫৫৫ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

সন্তানের প্রতি মাতা-পিতার কর্তব্য

১. সন্তান ভূমিষ্ট হওয়ার পরে তাহার উভয় কর্ণে আযান দিবে।
হাদিস শরীফে বর্ণিত আছে-
হযরত আবু রাফে (রাঃ) রর্ণনা করিয়াছেন যে, হযরত ফাতেমা (রাঃ) যখন হযরত হাসান (রা) কে প্রসব করেন, তখন আমি নবী করীম (দঃ) কে হাসান (রাঃ) এর কানে আযান দিতে দেখিয়াছি।
(তিরমিযী শরীফ)
২. সন্তান হওয়ার সপ্তম দিবসে পুত্র সন্তান হলে দুইটি আর কন্যা সন্তান হলে একটি ছাগল আকিকা দিবে। তাহার নাম রাখিবে এবং তাহার মাথা মুড়াইয়া মুন্ডিত চুলের ওজন বরাবর রৌপ্য ছদকা করিয়া দিবে।

হাদিস শরীফে আছে –
হযরত ছামুরা (রাঃ) হইতে বর্ণিত হইয়াছে যে, রাসুলে করীম (দঃ) ফরমাইছেন, সন্তান আকিকার বন্ধনে আবদ্ধ। সন্তান ভূমিষ্ট হওয়ার সপ্তম দিবসে তাহার আকিকা দিতে হইবে, তাহার নাম রাখিতে হইবে এবং তাহার মাথা মুন্ডন করিতে হইবে।

৩. সন্তানের নাম যা-তা রাখিবে না। দেখিয়া শুনিয়া ভাল নাম রাখিবে।

৪. সন্তানদিগকে খুব আদর যত্ন করিবে এবং মহব্বৎ করিবে।

৫. সন্তানদিগকে খুব যত্নের সহিত লালন পালন করিবে এবং এই ব্যাপারে আল্লাহর ওয়াস্তে শক্তি অনুযায়ী টাকা পয়সা করিতে ত্রুটি করিবে না।

৬. সন্তানদিগকে ছোট বেলা হইতেই নেককার রুপে গড়িয়া তুলিতে এবং শরীয়তের আমলে অভ্যস্ত বানাইতে উৎসাহিত করিবে ও যথাসাধ্য চেষ্টা করিবে।

৭. সন্তানদিগকে দ্বীনি ইলম এবং আত্মরক্ষা ও জীবনের প্রয়োজনীয় শরীয়ত সম্মত বিদ্যা শিক্ষা দিবে।

৮. সন্তানদিগকে সৎস্বভাব আদব শিক্ষা দিবে।

৯. বিবাহের উপযুক্ত হইলে উপযুক্ত স্হানে বিবাহ করাইবে বা বিবাহ দিবে।

১০. কাহারো সন্তান মরিয়া গেলে ছবর এখতেয়ার করিবে।

১১. ছেলে সন্তানের খৎনা করা।

লেখকঃ-
মুফতি আল আমিন ইসলাম সরকার যুক্তিবাদী,হবিগঞ্জী।
এম এ হাদিস, এম এ ফিকহ, এম এ তাফসির,
দারুননাজাত সিদ্দিকীয়া কামিল এম এ মাদ্রাসা, ঢাকা।
খতিব, শেরপুর হাইওয়ে থানা কেন্দ্রীয় জামে মসজিদ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা। © All rights reserved © 2023 Haworbarta.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281