হাওড় বার্তা
১. সন্তান ভূমিষ্ট হওয়ার পরে তাহার উভয় কর্ণে আযান দিবে।
হাদিস শরীফে বর্ণিত আছে-
হযরত আবু রাফে (রাঃ) রর্ণনা করিয়াছেন যে, হযরত ফাতেমা (রাঃ) যখন হযরত হাসান (রা) কে প্রসব করেন, তখন আমি নবী করীম (দঃ) কে হাসান (রাঃ) এর কানে আযান দিতে দেখিয়াছি।
(তিরমিযী শরীফ)
২. সন্তান হওয়ার সপ্তম দিবসে পুত্র সন্তান হলে দুইটি আর কন্যা সন্তান হলে একটি ছাগল আকিকা দিবে। তাহার নাম রাখিবে এবং তাহার মাথা মুড়াইয়া মুন্ডিত চুলের ওজন বরাবর রৌপ্য ছদকা করিয়া দিবে।
হাদিস শরীফে আছে –
হযরত ছামুরা (রাঃ) হইতে বর্ণিত হইয়াছে যে, রাসুলে করীম (দঃ) ফরমাইছেন, সন্তান আকিকার বন্ধনে আবদ্ধ। সন্তান ভূমিষ্ট হওয়ার সপ্তম দিবসে তাহার আকিকা দিতে হইবে, তাহার নাম রাখিতে হইবে এবং তাহার মাথা মুন্ডন করিতে হইবে।
৩. সন্তানের নাম যা-তা রাখিবে না। দেখিয়া শুনিয়া ভাল নাম রাখিবে।
৪. সন্তানদিগকে খুব আদর যত্ন করিবে এবং মহব্বৎ করিবে।
৫. সন্তানদিগকে খুব যত্নের সহিত লালন পালন করিবে এবং এই ব্যাপারে আল্লাহর ওয়াস্তে শক্তি অনুযায়ী টাকা পয়সা করিতে ত্রুটি করিবে না।
৬. সন্তানদিগকে ছোট বেলা হইতেই নেককার রুপে গড়িয়া তুলিতে এবং শরীয়তের আমলে অভ্যস্ত বানাইতে উৎসাহিত করিবে ও যথাসাধ্য চেষ্টা করিবে।
৭. সন্তানদিগকে দ্বীনি ইলম এবং আত্মরক্ষা ও জীবনের প্রয়োজনীয় শরীয়ত সম্মত বিদ্যা শিক্ষা দিবে।
৮. সন্তানদিগকে সৎস্বভাব আদব শিক্ষা দিবে।
৯. বিবাহের উপযুক্ত হইলে উপযুক্ত স্হানে বিবাহ করাইবে বা বিবাহ দিবে।
১০. কাহারো সন্তান মরিয়া গেলে ছবর এখতেয়ার করিবে।
১১. ছেলে সন্তানের খৎনা করা।
লেখকঃ-
মুফতি আল আমিন ইসলাম সরকার যুক্তিবাদী,হবিগঞ্জী।
এম এ হাদিস, এম এ ফিকহ, এম এ তাফসির,
দারুননাজাত সিদ্দিকীয়া কামিল এম এ মাদ্রাসা, ঢাকা।
খতিব, শেরপুর হাইওয়ে থানা কেন্দ্রীয় জামে মসজিদ।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর: আবু তাহের মিসবাহ
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com