সমাজবিজ্ঞান
তানভীর হাসান তন্ময়
আমাদের সমাজ ব্যবস্থাটা যেন ক্রমশই হচ্ছে তমিস্র,
অভ্যগতরা যেন ভ্রান্তির উপক্রমণিকা ঘটায় সহস্র।
তাদের সন্নিকটে যেন নিতান্তই আমি অচল
কুৎসা রটানোতেই ব্যাস্ত তারা, যেন আমার ভুল গুলোই প্রবল।
সমাজের অবগাহনে নেই তাদের মন,
তমিস্রায় মিলাতে থাকে এই সুন্দর ভুবন।
বাচবার তরে যখন আমি নাড়াই আমার হস্ত,
সমাজ তখন মজা নেওয়ার তাড়নায় ব্যাস্ত।
হিংস্রতার মাঝেও যখন বাচার তাড়নায় মাথা করি নত,
এতেও আপনাদের দ্বিমতের নাই কোন অন্ত।
বারবার পড়ে গিয়েও যখন বাচার জন্য কাতরাচ্ছিলাম,
বলুন, আপনাদের মজা ছাড়া কিই বা পেলাম।
যখন কেউ হয়ে যাই অভাবের তাড়নায় মরণাপন্ন,
হে সমাজ! তখনো কি অবরাধ বোধ জাগ্রত হবে না আমার জন্য।
ধিক্কার জানাতে মন চায় মানুষ্য সৃষ্টি এ সমাজ ব্যবস্থাকে,
পুনশ্চ থেকে কি ফেরানো যাবে এ পচন ধরা বিবেগকে?
এখনো সময় আছে সমাজ, কুলষতার জাল ছিড়ে বেরিয়ে আস,
একসাথে সবাই মিলে মানুষ সুত্রকে ভালোবাস।
মানুষে মানুষে ভালোবাসায় কমে যাবে সমাজের ব্যবধান,
পরিণয়ে গড়ে উঠবে সুস্থ সমাজবিঙান।
———০——— (সংক্ষিপ্ত)
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া