”সময়ের আঘাত ”
লেখক সামছুন্নাহার শেলী
একটু একটু আঘাত হানে
নষ্ট করে আত্ন শক্তি,
বিদায় বেলা শূন্যর খেলা
জীবন থেকে চাই মুক্তি।
সময়ের দাবিতে হেরেছি যত
বাস্তবতা আঘাতে শিখেছি তত,
পুড়েছি কত,ভেঙ্গেছি শত
অবশেষে হৃদয় পাথরে পরিণত
যে কারণে সৃষ্টি হয় শূন্যতা
সেটাই দিতে পারে পূর্ণতা,
আশা,ভালোবাসা আর কষ্ট
কিছুটা সময়ের দাবি বাকিটা নষ্ট।
নেই কোন অপেক্ষা,হতাশা
নেই তো বিরক্তি বা দ্বন্দ্ব,
আজো আছে অফুরন্ত সময়
গান,গল্প,কবিতা আর ছন্দ।
”শেলী”
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: মো. শহিদ মিয়া