হাওড় বার্তা
সিলেটের গোলাপগঞ্জে আবারও সক্রিয় হয়ে উঠেছে করোনা ভাইরাস। প্রতিদিন ২/৩ জন করে করোনা আক্রান্ত হচ্ছেন। গত ৩ সপ্তাহে করোনায় সুস্থতা নেই। বাড়ছে আইসোলেশনে থাকা রোগীর সংখ্যাও।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়া তথ্য মতে, গত ৩ সপ্তাহে প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছেন মানুষ। তবে সুস্থতা নেই। উপজেলায় গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ জন নারী-পুরুষ। এ নিয়ে প্রথম থেকে এখন পর্যন্ত উপজেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৪’শ ৯জন। গত তিন সপ্তাহে ১ জনও সুস্থ না হওয়ায় সুস্থতার সংখ্যার আগের অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩’শ ৬০ জন। মৃত্যুবরণ করেছেন ১৪ জন। আইসোলেশনে আছেন ১৭ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন বলেন, করোনা থেকে বাঁচতে হলে সবাইকে সচেতন হতে হবে। তা না হলে করোনা ভাইরাসের মোকাবিলা করা সম্ভব নয়। নিয়মিত মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া