নিজেস্ব প্রতিবেদন
দেশের লোকজন কথায় কথায় বলেন হাওড় অঞ্চল সুনামগঞ্জ ঠিক তার প্রমাণ মিলেছে এবার সুনামগঞ্জে, চলতি বোরো মৌসুমে হাওড়ে ধানের বাম্পার ফলন হয়েছে সুনামগঞ্জে।
আবহাওয়া কৃষকদের অনুকূলে থাকায় সুনামগঞ্জ জেলার বোরো ধান কাটা প্রায় শেষ। লক্ষ্যমাত্রা ছিল ১৪ লাখ টন নির্ধারণ করা হলেও উৎপাদন প্রায় ১৫ লাখ টন হয়েছে বলে দাবি করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
গতকাল সোমবার জেলার বোরো ধান কর্তনের অগ্রগতি বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
হাওড় বার্তা কে জানান , সুনামগঞ্জে এবার ২ লাখ ২৩ হাজার ৩৩০ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে।
গতকাল পর্যন্ত জেলায় ৯৮ শতাংশ ধান কাটা হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ১৪ লাখ টন নির্ধারণ করা হলেও লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হাজার ৩০ হেক্টর জমি বেশি চাষাবাদ হওয়ায় ও ধানের বাম্পার ফলন হওয়ায় প্রায় ১৫ লাখ টন ধান উৎপাদন হয়েছে, যার বাজারমূল্য ৩ হাজার ৫০০ কোটি টাকা।
এই সময় জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন গতবারের তুলনায় ১৪০ কোটি টাকার ধান বেশি উৎপাদন হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: মো. শহিদ মিয়া