সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
কৃষক বাঁচলে বাঁচবে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে অন্তরে ধারণ করে কৃষিবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব খন্দকার মঞ্জুর আহমেদ-এর আহ্বানে গরিব কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিয়েছে তাহিরপুর উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
গত ২৮ এপ্রিল বুধবার তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা আবু জাহান তালুকদারের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের একদল কর্মী ধান কাটায় অংশগ্রহণ করেন।
তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা আবু জাহান তালুকদার বলেন, সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমার প্রাণপিয় নেতা আলহাজ্ব খন্দকার মঞ্জুর আহমেদ ভাইয়ের আহ্বানে কৃষকের ধান কেটে দিলাম আমরা তাহিরপুর উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আমাদের অন্যান্য কর্মসূচী ও চলমান আছে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান