হাওড় বার্তা
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয় এর আবদান – সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল
সুনামগঞ্জেবাসীর বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল উদ্ভোধন হতে যাচ্ছে ৫ আগস্ট ২০২১ ইংরেজি।
সুনামগঞ্জবাসীর একটা আস ছিল কবে মেডিকেল কলেজের পাঠদান শুরু হবে। অবশেষে সপ্নপূরণেলগ্নে মেডিকেল কলেজ হাসপাতাল।
যা সুনামগঞ্জের মানুষের বড় প্রাপ্তি। মেডিকেল কলেজের পাঠদান কার্যক্রম শুরু হবে এবং স্বাস্থ্যব্যবস্থায় নতুন মাইলফলক বলে মনে করছেন হাওড়বাসী। পিছিয়ে থাকা হাওড়ের
বঙ্গবন্ধু মেডিকেল নব যুগের সূচনা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে অভিনন্দন জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজটি জেলাবাসীর জন্য সহজ যোগাযোগের স্থান (সুনামগঞ্জ সিলেট সড়কের মদনপুর পয়েন্টে ) ৩৫ একর জমির উপর শুরু হয়েছে সুনামগঞ্জবাসীর বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের কাজ। মেডিকেল কলেজ এবং ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের জন্য ১১ শ’ ৭ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ভূমি অধিগ্রহণ ব্যয় ২৫কোটি ২৮ লাখ টাকা। পরিকল্পনামন্ত্রীর একান্ত প্রচেষ্টার ফসল হিসেবে সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেলে প্রথম বারের মতো এই ৫০টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পাঠদান পরিচালিত করা হবে।
এ লক্ষ্যে অস্থায়ী ক্যাম্পাসকে দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে। ক্যাম্পাস পরিদর্শন করেছেন পরিকল্পনামন্ত্রীসহ স্বাস্থ্য বিভাগের উর্ধতন কর্মকর্তারা।
এদিকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জ এর অস্থায়ী ক্যাম্পাসের ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মহুর্তেই ভাইরাল হয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ. এস. খালেদ