সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
মোহনা টেলিভিশনে সুনামগঞ্জের কলেজ ছাত্র আব্দুল্লাহ আল মাসুমের দুটি কিডনির অকেজোর সংবাদ প্রচারের পর তাকে তাৎক্ষনিক ২৫ হাজার টাকা দেয়ার ঘোষনা দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
মঙ্গলবার সকাল ৯টায় মোহনা টিভির সারাদেশের সংবাদে প্রচারিত মানবিক এই সংবাদটি দেখে তিনি বিকেলে মোহনা টিভির সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাসকে ফোন করে এই মানবিক সহায়তা প্রদানের কথা জানান। এছাড়াও সুনামগঞ্জের স্থানীয় কয়েকটি দৈনিক পত্রিকায় এই সংবাদটি গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে।
মাসুম সুনামগঞ্জ সরকারী কলেজ থেকে সম্প্রতি এইচ এস সি পরীক্ষায় অটো পাশ করেন। সে সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের শাহপুর গ্রামের দরিদ্র পরিবারের হাজী মো. আব্দুর রশিদের ছেলে আব্দুল্লাহ আল মাসুম।
গত কয়েকমাস ধরে ডাক্তারী পরীক্ষায় তার দুটি কিডনি অকেজো হওয়ার পর সে বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাকে সুস্থ করে তুলতে তার সহপাঠি শিক্ষার্থীরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে গিয়ে সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যর আবেদন জানান।
গত সোমবার সহপাঠিরা শহরের ট্রাফিক পয়েন্টে তার চিকিৎসায় সরকারের প্রধানমন্ত্রী ও সমাজের বিত্তবানদের সাহায্য চেয়ে মানববন্ধন করে।
পরিশেষে খায়রুল হুদা চপল এই অসুস্থ শিক্ষার্থীর পাশে দাড়াঁনোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি তিনি আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া