রাঙামাটি জেলা প্রতিনিধি
রাঙামাটি জেলাতে রাজস্থলী উপজেলার চাইংখং ব্রীজ এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই জোন ২৩ বেঙ্গলের অধীনে রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর মন্জুর সৈকত এর নেতৃত্বে মঙ্গলবার রাত ৮ টায় বিপুল পরিমান অবৈধ সেগুনের রদ্দা কাঠ জব্দ করে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়,রাজস্থলী উপজেলার, ২ নং গাইন্দ্যা ইউনিয়নের ছাইংখং ব্রীজ এলাকায় রাতের অাঁধারে পাচারের উদ্যেশে কাঠ গুলো অানা হলে সাথে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ সেগুনের রদ্দা অাটক করে, এবং সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারি পালিয়ে যেতে সক্ষম হয়। অাটক কৃত কাঠের অানুমানিক মূল্য তিন লক্ষ টাকা হবে বলে জানা গেছে। কাঠ পাঁচার রোধের বিষয়ে কথা হলে বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা জানান, অামাদের লোকবল সংকটের কারণে অামরা কাঠ পাঁচার রোধ করা সম্ভব হয়না। এ ব্যাপারে অাইন শৃঙ্খলাবাহিনী বলেন, প্রতিদিন কাঠ পাঁচার রোধ চলমান অব্যাহত থাকবে। এরপর অাটককৃত কাঠ গুলো রাজস্থলী সদর রেন্জ কে হস্তান্তর করা হয়েছে। গত কয়েক দিন ধরে সেনাবাহিনীর কাঠ পাঁচার রোধে নিরলস ভাবে কাজ করে যাবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া