সরকারি নিবন্ধিত অরাজনৈতিক, সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দা ফিউচার ফাউন্ডেশন’ মহেশখালী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত জুন-২১ এ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনী প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।
আজ ৯ জুন বিকাল ২ ঘটিকায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মহেশখালী উপজেলার কালারমারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উক্ত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সেভ দা ফিউচার ফাউন্ডেশন মহেশখালী উপজেলা শাখার সভাপতি – মুহাম্মদ এনামুল হক, সাধারণ সম্পাদক – কাজী মোহাম্মদ হারুন মির্জা,
সাংগঠনিক সম্পাদক তন্ময় সুশীল বিশ্ব, সমাজ সেবা সম্পাদক – নুরুল বশর, মিজানুর রহমান,বাবর,শাহজাহান ,কালারমারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উল্লাহ, স্কুল কমিটির সভাপতি গোলাম মোস্তফা,
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
মিসবাহ উদ্দিন আরজু -দৈনিক গণকণ্ঠ এর মহেশখালী প্রতিনিধি, আল -জাবের,দৈনিক কক্সবাজার উপকূল প্রতিনিধি,
দেলোয়ার হোসাইন,মোহাম্মদ শাহ জাহান, নিউজ ৭১.টিভি কক্সবাজার জেলা প্রতিনিধি।
মওলানা আবদু রহমান প্রমুখ।
উক্ত কর্মসুচীতে বক্তব্য রাখেন
কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আমান উল্লাহ,ও অত্র বিদ্যালয়ে সভাপতি গোলাম মোস্তফা – তারা বলেন ——-?
বৃক্ষরোপণ কর্মসূচী শেষে ‘সেভ দা ফিউচার ফাউন্ডেশন’ মহেশখালী উপজেলা শাখার পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের দেওয়া এক যৌথ বিবৃতিতে, তাঁরা জুন-২১ এ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসাবে ১ টি পৌরসভা ও মহেশখালী উপজেলার ৮ টি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির কথা জানান।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: নুরুল হক, শহিদ মিয়া