প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার দুপুরে পৌর শহরের রমিজ বিপনিস্থ পার্টির কার্যালয়ে আলোচনা সভা করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ।
জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নোমান বখত পলিন এর সভাপতিত্বে ও অ্যাডভোকেট বিমান কান্তি রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মতিউর রহমান পীর, অ্যাডভোকেট চাঁন মিয়া, জিনেন্দ্র তালুকদার পিন্টু, অমল কর, শামীম আহমেদ বিলকিস, সবুজ কান্তি দাস প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু, অ্যাডভোকেট শুকুর আলী, অ্যাডভোকেট ফরিদ উননবী, জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি সোয়েব চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা এ সময় বলেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিশ্বে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। আমাদের নেত্রী ১৯৮১ সালে তৎকালীন সামরিক শাসক মেজর জিয়ার শাসনামলে দেশে আসতে বাধা ও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। কিন্তু নেত্রী তখনকার সময়ে লাখো কোটি জনতার ভালোবাসায় এবং আহবানে তৎকালীন সামরিক সরকারের বাধা উপেক্ষা করে নিজ দেশে প্রত্যাবর্তণ করেছিলেন বলেই দেশ আজ সমৃদ্ধির পথে এবং বিশ্বে বাংলাদেশ আজ একটি উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার এই উন্নয়নের ধারাকে আরো এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে সকল ভেদাভেদ ভূলে গিয়ে একই কাতারে সামিল হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মান গঠনে কাজ করতে আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক: মো. শহিদ মিয়া